শীতলক্ষ্যায় নিখোঁজের ২দিন পর লাশ কলেজ ছাত্রের উদ্ধার
নিখোঁজের ২দিন পর কলেজ ছাত্র মারুফের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে শহরের নবীগঞ্জ ঘাট এলাকায় থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে বুধবার শীতলক্ষ্যা নদী পারাপার হওয়ার সময় অসাবধানতায় পড়ে গিয়ে নিখোঁজ হয় তিনি।
নিহত মো. মারুফ নারায়নগঞ্জের বন্দরের শাহী মসজিদ এলাকার লিয়াকত আলীর ছেলে। তিনি উপজেলার কদম রসুল কলেজের উচ্চমাধ্যমিকের ২য় বর্ষের ছাত্র ছিলেন।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় বন্দর উপজেলার ইস্পাহানি ঘাট দিয়ে নৌকা যোগে শীতলক্ষ্যা নদী পাড় হওয়ার সময় আকস্মিকন ভাবে নৌকা থেকে নদীতে পড়ে যায়। এসময় সাথে থাকা মায়ের সাথে থাকা তার মা তাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেয়। কিন্তু মারুফ সাতাঁর না জানায় পানিতে তলিয়ে যায়। পরে নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা নদীতে তল্লাশী চালায় তবে মারুফের কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ দুইদিন পর শুক্রবার রাতে নবীগঞ্জ ঘাট এলাকায় কলেজ ছাত্র মারুফের লাশ ভেসে উঠে।
নৌ পুলিশ উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।