খেলা
শেরপুরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস অনুষ্ঠিত
বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন আয়োজিত ‘শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা’র শেরপুর পর্ব আজ অনুষ্ঠিত হয়েছে।
শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।
অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমানসহ অন্যান্যরা।
দিনব্যপী প্রতিযোগিতায় দৌড়, হাই জাম্প, লংজাম্পসহ ২২টি ইভেন্টে জেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।