‘আমরা নারায়ণগঞ্জবাসী’র উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খাৎনা আয়োজন

প্রতি বছরের ন্যায় ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের পক্ষ থেকে অস্বচ্ছল গরীব দুঃস্থ, অসহায় অর্ধ-শতাধিক বালকদের বিনামূল্যে সুন্নতে খাৎনা করানো হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত পশ্চিম দেওভোগ নাগবাড়ি শেরে বাংলা একাডেমী স্কুল কক্ষে এই সুন্নতে খাৎনার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সংগঠনটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মন্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন, কোষাধ্যক্ষ হাজী মোঃ রুহুল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক মাকিদ মুস্তাকিম শিপলু, সদস্য তোফাজ্জল হোসেন, মির্জা মনিরুজ্জামান খোকন।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শেরে বাংলা একাডেমীর সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন বাচ্চু, বীরমুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী, প্রধান শিক্ষক এম এ এম রহমত উল্লাহ্, এওয়াইএম হাসমত উল্লাহ্, এড. মাহবুবুর রহমান ইসমাইল, এড. জাকির হোসেন।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ নাসির উদ্দিন, মোঃ আরমান, আমান হোসেন সিয়াম, মোঃ আবুল কালাম, মোঃ আরফান, মোঃ সেলিম, আহসান আবিদ অর্নব, ইলমা হোসেন মুসকান, আহাদুল নেহা, সারা মনি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button