বিনোদন
নিরব সূর্যোদয় – ওয়াজিদ শিশির অভি
উঁকি দিলো সে,জালিয়ে দিলো সব,
মুছে দিলো কল্পনা, দেখালো কত সপ্ন।
ঝড়ালো বসন্তের স্নিগ্ধতার কলোরব,
একে গেলো আল্পনা, রেখে গেলো রত্ন।
নিরব তুমি, ভুলে যাবে সব,
করে দিও আনমনা, পুড়ে যাবো কাঠ হয়ে।
আজ কাটিলো ঘোর, ভেঙে গেলো ব্যান্জনা,
নিরব সূর্যোদয়ে চোখের আড়াল হয়ে।