কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: দৈনিক মানবজমিন পত্রিকার ২৫ বছর পূর্তি উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে শহরের প্রেসক্লাব ভবনে এ আয়োজন করেন উপজেলা প্রতিনিধি সাজিদুর রহমান সাজু। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন। অন্যান্য অতিথিরা ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, অধ্যক্ষ হেলাল উদ্দিন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুমিন তরফদার, বীর মুক্তিযোদ্ধা মআনন্দ মোহন সিংহ, প্রভাষক রাবেয়া খাতুন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাব্বির এলাহী, স্বাগত বক্তব্য রাখেন সাজিদুর রহমান সাজু, এসময় গণমাধ্যমকর্মী, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
February 15, 2023
Less than a minute