ফতুল্লায় ইটভাটার আগুন খুপড়ি ঘরে লেগে নারী শ্রমিক নিহত
ইটভাটা শ্রমিকদের খুপড়ি ঘরে আগুনে দগ্ধ হয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই অগ্নিকাণ্ডে ইটভাটার অন্তত ৮০-৯০টি পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার দিবাগত রাত ১টায় ফতুল্লার বক্তাবলী ফেরি ঘাট সংলগ্ন এনবিএন ইট খোলার পাশের বস্তিতে এঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত নারী ২৭ বছর বয়সী রোকেয়া বেগম। সে এনবিএন ইটখোলার শ্রমিক ও হারুন অর রশিদের স্ত্রী। তিনি সিলেটের বাংলাবাজার অঞ্চলের বাসিন্দা। দগ্ধ ওই নারীর লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শ্রমিকরা জানান, হঠাৎ বস্তির খুপড়ি ঘরে আগুন ধরে আশপাশে ছড়িয়ে পড়ে। এসময় পাশের জেবিসি ইটখোলার খুপড়ি ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। এতে উভয় খোলার প্রায় শতাধীক ঘর পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম এসে পুড়ে যাওয়া এনবিএম ইটখোলার খুপড়ি ঘরের ছাই থেকে রোকেয়ার দগ্ধ মরদেহ উদ্ধার করেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ বলেন, ইটভাটার পাশে খুপড়ি ঘরে আগুন লেগে এক নারী শ্রমিক মারা গেছে। এছাড়া আগুন লেগে ৮০টির মত ঘর পুড়ে গেছে। খবর পেয়ে সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্তণে এনেছে। পুলিশ এসে তার লাশ নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।