বিশেষ সংবাদ
ইয়ূথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আঞ্চলিক ভাষা চর্চা প্রতিযোগিতা ২০২৩
প্রেস বিজ্ঞপ্তিঃ ‘‘আঞ্চলিক ভাষা হাসি-ঠাট্টার বিষয় নয়, আঞ্চলিক ভাষাই আমাদের প্রকৃত পরিচয়’’ স্লোগানকে ধারন করে ইয়ূথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে শুরু হয়েছে আঞ্চলিক ভাষা চর্চা প্রতিযোগিতা ২০২৩। ৬৪ জেলার যে কেউ চাইলে এতে অংশ নিতে পারবেন।
বিস্তারিত, আমরা এদেশে সর্বস্তরে বাংলা ভাষার চর্চা চাই, তবে আঞ্চলিক ভাষাকে অবজ্ঞা করে কিংবা আদিবাসী সম্প্রদায়ের ভাষাগুলোর টুঁটি চেপে ধরে নয়। আমরা বাংলা ভাষার বিশ্বজয় চাই, কিন্তু আমাদের আদিবাসী ভাই-বোনদের মাতৃভাষার রক্ত হাতে মেখে নয়।
প্রতিযোগিতা ২ টি শাখায় অংশগ্রহন করা যাবে-
- ক-শাখা) বিভিন্ন আঞ্চলিক বাংলা ভাষায় গান, কবিতা আবৃত্তি, একক অভিনয় করে ভিডিও কনটেন্ট।
- যেমনঃ বরিশাল, সিলেট সহ বিভিন্ন আঞ্চলিক ভাষা।
- খ-শাখা) বিভিন্ন অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের মাতৃভাষায় গান, কবিতা আবৃত্তি, একক অভিনয় করে ভিডিও কনটেন্ট।
- যেমনঃ চাকমা, মারমা সহ বিভিন্ন সম্প্রদায়ের আঞ্চলিক মাতৃভাষা।
নিয়মাবলি :
১/ যে কোন অঞ্চলের মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। প্রবাসীরাও অংশ নিতে পারবেন।
২/ প্রতিযোগীরা ধারণকৃত ভিডিও আমাদের গুগল ডক ফর্মে আপলোড করবেন
https://forms.gle/Q5yDb45THh1XY2E87
৩/ আঞ্চলিক ভাষা বা আদিবাসী সম্প্রদায়ের মাতৃভাষায় বানানো ভিডিও বিষয়বস্তু প্রমিত বাংলায় লিখে দিতে হবে।
৪/ একজন প্রতিযোগী একবারই ভিডিও পাঠাতে পারবেন।
৫/ প্রতিযোগিতায় বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে
৬/ ভিডিও পাঠানোর শেষ সময় ২২ শে ফেব্রুয়ারী, ২০২৩।
যেকোনো প্রয়োজনে তাদের ফেসবুক পেজে
যোগাযোগ করুন
https://www.facebook.com/yehbd.narayanganj/
তবে আর দেরি কেন? নিজ নিজ ভাষায় ভিডিও পাঠিয়ে দিন আজই এবং জিতে নিন সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট আকর্ষণীয় পুরষ্কার।