বাণিজ্য

অটোমোবাইল গ্রাহকদের জন্য প্রথম প্রিপেইড ভিসা কার্ড নিয়ে এলো নিটল মটরস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের শীর্ষ গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান নিটল মটরসের টাটা গাড়ির গ্রাহকদের জন্য প্রিপেইড ভিসা কার্ডে টাকা দেওয়ার সুযোগ এনেছে। বিশেষ করে এই কার্ডের মাধ্যমে সার্ভিস সেন্টার এবং স্পেয়ার পার্টস আউটলেটগুলোতে দ্রুত ও ঝামেলামুক্তভাবে বিল পরিশোধ করতে পারবেন ক্রেতারা। নিটল মটরস ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড যৌথভাবে এই কার্ড সার্ভিস চালু করছে। নতুন এই প্রিপেইড ভিসা কার্ড সময়োপযোগী সুবিধা প্রদানের মাধ্যমে ক্রেতাদের জীবনকে সহজ করে তুলবে বলে আশা করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

প্রিপেইড কার্ড সেবা সম্পর্কে নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ বলেন, দেশের জনপ্রিয় ব্যাংক ইবিএল এর সাথে মিলে টাটার গ্রাহকদের জন্য আনা নতুন এই প্রিপেইড ভিসা কার্ড আমাদের বিক্রয়োত্তর সেবায় একটি নতুন মাত্রা যোগ করবে। নিটল মটরস মানেই নতুন কিছু। নতুন নতুন সেবা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহকদের ভালোবাসা ও আস্থাকে পুঁজি করে আমরা দেশের অটোমোবাইলের বাজারে শীর্ষে অবস্থান করছি। গুনগত পণ্য ও মানসম্মত বিক্রয়োত্তর সেবা দিয়ে আমরা ক্রেতাদের কাছে বছরের পর বছর ধরে গ্রহণযোগ্য অবস্থান ধরে রেখেছি।

উদ্বোধনী অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আলী রেজা ইফতেখার বলেন, নিটল নিলয় গ্রুপের মত একটি শিল্পগোষ্ঠীর সাথে কাজ করতে পেরে আমরা গর্বিত। আমি বিশ্বাস করি যে, ইবিএল ও নিটল নিলয় ভিসা কো-ব্র্যান্ড প্রিপেইড কার্ডগুলি নিটল মটরসের বিভিন্ন গ্রাহকদেরকে আমাদের সহজ এবং ঝামেলা-মুক্ত পেমেন্ট প্ল্যাটফর্মের অ্যাক্সেস প্রদান করবে, যা শুধুমাত্র নিরবচ্ছিন্ন লেনদেনের সুবিধাই দেয় না বরং এটি এমন একটি ফাইন্যান্সিয়াল টুল যেখানে যুক্ত আছে, একাধিক ভ্যালু এডেড পরিষেবা ও সুবিধা।

টাটা মটরসের আন্তর্জাতিক ব্যবসার সেলস এন্ড মার্কেটিং প্রধান আসিফ শামীম বলেন, বাংলাদেশের বাণিজ্যিক গাড়ির জগতে মার্কেট লিডার হিসেবে নিটল মটরস এবং টাটা মটরস এদেশের ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদা পূরনে সবসময়ই যুগোপযোগী পণ্য ও সেবা নিয়ে আসছে। আমি মনে করি, ইবিএল এর এই কার্ড সেবা নিটল মটরসের অধিক কার্যকরী ও নির্ভরযোগ্য পণ্যের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জনের বিষয়টিকে নিশ্চিত করবে।

নিটল নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুল মারিব আহমদ বলেন, প্রাথমিকভাবে নিটল মটরসের ১২টি সার্ভিস আউটলেট এবং ১৬টি সেলস সেন্টারে এই প্রিপেইড কার্ড ব্যবহারের সুবিধা যোগ করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিষ্ঠানের আরও আউটলেট এই সুবিধার আওতায় আনা হবে। দেশের অটোমোবাইল গ্রাহকদের জন্য আনা এটিই প্রথম প্রিপেইড ভিসা কার্ড সার্ভিস এবং এর মাধ্যমে নিটল মটরস টাটা গাড়ির গ্রাহকদের জন্য বিক্রয়োত্তর সেবার একটি নতুন দ্বার উন্মোচন করতে যাচ্ছে। এই কার্ড ব্যবহারের ফলে নগদ টাকা সাথে রাখার অসুবিধা কমে যাবে। পাশাপাশি কার্ডটি ব্যবহার করে টাটার গ্রাহকেরা ইবিএল এর কিছু আউটলেটে ডিসকাউন্ট সুবিধাও ভোগ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিসা কার্ডের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের হেড অফ রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং খোরশেদ আনোয়ার ও নিটল মটরস লিমিটেড এক্সিকিউটিভ ডিরেক্টর এস এ এইচ ইসমাইল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button