সিদ্ধিরগঞ্জের বিএনপি নেতা ইয়াবাসহ গ্রেফতার
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় তিন নম্বার ওয়ার্ড বিএনপির সদস্য মৃত নেওয়াজ আলীর ছেলে আলমগীর হোসেনকে বিপুল সংখ্যক ইয়াবাসহ আটক করেছেন ডেমরা থানা পুলিশ।
রবিবার বিকেলে সানারপাড় এলাকারকাজীবাড়ি থেকে তাকে আটক করেন ডেমরা থানা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমগীর হোসেনকেইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। ইয়াবা সম্রাট আলমগীর হোসেন সানারপাড় এলাকার সাজু ডেভেলপার্স লি: এর জমিতে দীর্ঘদিন মাদক ব্যবসা চালিয়ে এসেছেন। পরে এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে গিয়ে ওই এলাকার কাজী বাড়ি তেতার বেয়াই আলমগীরের বাড়ির ভাড়া বাসায় মাদক ব্যবসা করে আসছেন দীর্ঘদিন ধরে। পরে গোপন সংবাদের খবরে তাকে আটক করে পুলিশ।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, মাদকসহ আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি বিএনপির একজন কর্মী বলে পরিচয় পাওয়াগেছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি গ্রহন করা হয়েছে।