সোনারগাঁয়ে শত্রুতা করে ৩০০ গাছ আগুনে পোড়ালো দুর্বৃত্তরা
সোনারগাঁয়ে বিভিন্ন ধরণের ৩০০ গাছে আগুন দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যক্তির দাবি, প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সোনারগাঁয়ের মোগড়াপাড়া ইউনিয়নের মাধবপুর গ্রাম। সেই গ্রামের ২৬ শতাংশ নাল, পুকুর ও ভিটি জমিতে বিভিন্ন ধরণের গাছ রোপন করেছিল সফির উদ্দিন এর ছেলে ৩৬ বছর বয়সী মো. নুর উদ্দিন খান। চাকুরী সুবাধে বেশি একটা জমিতে যাওয়া হতো না। ১৮ ফেব্রয়ারি সকাল ১০টায় গাছ গুলো পরিচর্চা করতে দেখতে পান, গাছ গুলো আগুন দিয়ে মেরে ফেলা হয়েছে।
সেদিনই সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, কে বা কারা অসৎ উদ্দেশ্যেআমার জমিতে লাগানো প্রায় ৩০০ বিভিন্ন ধরণের গাছে আগুন লাগিয়ে পুড়িয়েছে।এতে আমার আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মো. নুর উদ্দিন খান বলেন, ‘মানুষ মানুষের সঙ্গে শত্রুতা করে। কিন্তু গাছের সঙ্গে এ কেমন শত্রুতা? বাগানের গাছ তো কারও সঙ্গে শত্রুতা করেনি। গাছের কোনো অপরাধ নেই। তাহলে কেন এমন করা হলো? এতে আমাদের কত বড় ক্ষতি হয়েছে বলে বোঝাতে পারব না।’
এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।