রাজনীতি

ভাষা শহীদদের প্রতি সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগ সভাপতি মাসুদের শ্রদ্ধা

একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সভাপতি প্রকৌশলী লায়ন মো: ইউসুফ আলী মাসুদ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) একুশের প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে নাসিক ৬নং ওয়ার্ডে সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে শহীদ মিনারে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তিনি ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনকালে প্রকৌশলী লায়ন মো: ইউসুফ আলী মাসুদ বলেন, একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুর ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এই দিনে (১৩৫৮ বঙ্গাব্দ ৮ ফাল্গুন, বৃহস্পতিবার) বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। আমাদের মতো নতুন প্রজন্মের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর ইতিহাস জানা প্রয়োজন তাহলে অন্তরে দেশ প্রেম জাগ্রত হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক শামীম, প্রচার সম্পাদক বশির, সাইফুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button