মামুন মাহমুদের নেতৃত্বে মাতৃভাষা দিবসে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপির শ্রদ্ধা
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেরা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন মাহমুদের নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নেতৃবৃন্দরা এই শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে, ফুতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতৃবৃন্দদের সমন্বয়ে এক বিশাল র্যালির আয়োজন করা হয। র্যালিটি নগরীর মুল সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনারে এসে শেষ হয।
শ্রদ্ধা নিবেদন শেষ ১৯৫২ সালের ভাষা শহীদদের স্মরণ করে মামুন মাহমুদ বলেন, আজ আমরা এই শহীদ মিনারে শ্রদ্দা জ্ঞপনের মধ্য দিয়ে, ভাষা শহীদদের যে ঋণ সেটি পরিষদের চেষ্টা করছি; যা কখনো শোধ করা যাবে না। এই ভাষা আন্দোলনের মধ্য দিয়েই তারা আমাদের স্বাধীনতার বিজ রোপণ করে দিয়ে গিয়েছিলো। তবে আজও আমাদের দেশ পূর্ণ ভাবে স্বাধীন হয় নাই। আমাদের ভোটাধীকার অর্জণের মধ্য দিয়ে আমাদের এই দেশ সম্পুর্ণ স্বাধীনতা লাভ করবে।