আড়াইহাজারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিভিন্ন কর্মসূচি পালিত
মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখার জন্য ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে নারায়ণগঞ্জের আড়াইহাজারে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) জাতীয় শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
দিবসটির প্রথম প্রহরে আড়াইহাজার শহীদ মিনার বেদিতে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু প্রথমে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান। পরে উপজেলা পরিষদদের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার ও ১০ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ শহীদ বেদিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। উপজেলা প্রশাসনের পক্ষ হতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইশতিয়াক আহমদের নেতৃত্বে উপজেলার সকল প্রশাসনিক কর্মকর্তা,কর্মচারীরা শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী ও গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদার কাউন্সিলর ও কর্মকর্তাদের নিয়ে ফুল দেন। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,সরকারী সফর আলী কলেজ,আড়াইহাজার থানা পুলিশ,আড়াইহাজার প্রেসক্লাব,বিভিন্ন রাজনৈতিকদল,সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ হতে আড়াইহাজার শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমদের সভাপতিত্বে বঙ্গবন্ধু ও ভাষা ভাষা আন্দোলন বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, পান্না আক্তার,সুন্দর আলী,এম এ হালিম সিকদার, সিরাজুল ইসলাম ভূইয়া, খোরশেদ আলম সরকার,মোজাম্মেল হক জুয়েল প্রমুখ।
ভোরে উপজেলা প্রশান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো ছাত্রছাত্রী ও শিক্ষকদের সমন্বয়ে প্রভাত ফেরি বের করা হয়।