নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে পুলিশ সুপার বরাবর জামায়াতের আবেদন
কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আগামী ২৫ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৩টায় নারায়ণগঞ্জ মহানগরীতে বিক্ষোভ মিছিল করার অনুমতি চেয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর অফিস সেক্রেটারি আবু আব্দুল্লাহ স্বাক্ষরিত আবেদন পত্র জমা দিতে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে যান সিনিয়র আইনজীবি এডভোকেট আয়াতুল বোরহানের নেতৃত্বে ৭ জন আইনজীবি প্রতিনিধি দল। আবেদন পত্রটি পুলিশের সংশ্লিষ্ট শাখা গ্রহণ করেন।
আবেদনে বিক্ষোভ কর্মসূচি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অনুমতি প্রদানসহ নারায়ণগঞ্জ পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
এ-সময় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবি এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর দেওয়ান, অ্যাডভোকেট মোঃ নিজাম উদ্দিন, অ্যাডভোকেট মোঃ সারোয়ার হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ আক্তার হোসেন, অ্যাডভোকেট মোঃ আয়নল হক ও অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের মুক্তি ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে ২৫ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৩টায় নারায়ণগঞ্জ মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী। এরই ধারাবাহিকতায় পুলিশ সুপার বরাবর এ আবেদনটি করেন তারা।