গণসংহতি আন্দোলন কেরানীগঞ্জ উপজেলা ১ম সম্মেলন অনুষ্ঠিত
২৪ ফেব্রুয়ারি ২০২৩ ‘‘ভোটারধিকার প্রতিষ্ঠা ও রূপান্তর লক্ষ্যে ঐক্যবদ্ধ হোন’’ স্লোগানে গণসংহতি আন্দোলন কেরানীগঞ্জ উপজেলা ১ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ছেজরুল ইসলামকে সভাপতি ও আব্দুল জলিলকে সাধারণ সম্পাদক করে ২ পদ ফাকা রেখে গণসংহতি আন্দোলন কেরানীগঞ্জ উপজেলার ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
উদ্বোধন করেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলী সদস্য ও ঢাকা জেলার আহবায়ক, জননেতা বাচ্চু ভূইয়া।
গণসংহতি আন্দোলন কেরানীগঞ্জ উপজেলার আহবায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনে কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী জননেতা আবুল হাসান রুবেল। বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য- আলিফ দেওয়ান ও মিজানুর রহমান মোল্লা।
নব-নির্বাচিত কমিটি পরিচিতি
১. সভাপতি, নজরুল ইসলাম
২. সহ সভাপতি, রিপন আহমেদ রনি
৩.সহ সভাপতি, আবুল হাসেম
৪.সহ সভাপতি, রাসেল ভান্ডারী
৫.সহ সভাপতি, মুক্তার হোসেন
৬.সাধারণ সম্পাদক, আব্দুল জলিল
৭.যুগ্ম সাধারণ সম্পাদক, আক্তার হোসেন
৮.যুগ্ম সাধারণ সম্পাদক, বাছির
৯. সাংগঠনিক সম্পাদক, রাজা আহমেদ জুম্মন
১০.যুগ্ম সাংগঠনিক সম্পাদক, সেলিম গাজী
১১. যুগ্ম সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীর
১২. প্রচার ও প্রকৌশনাল সম্পাদক, তৈয়ব আলি কবিরাজ
১৩. যুগ্ম প্রচার প্রকৌশনাল সম্পাদক, প্রিন্স ইমন তালুকদার
১৪. অর্থ সম্পাদক, রুবেল হোসেন
১৫. যুগ্ম অর্থ সম্পাদক, রতন কাজী
১৬. যুগ্ম অর্থ সম্পাদক, সফিক
১৭. দপ্তর সম্পাদক, সোলেমান খান
১৮. যুগ্ম দপ্তর সম্পাদক, বাচ্চু উকিল
কার্যকারী সদস্য
১৯. বেলায়েদ শিকদার
২০. সোহেল ভান্ডারী
২১. রাশিদা আক্তার
২২. তাসলিমা আক্তার
২৩. সোহেল (২)
২৪. জানে আলম
২৫. আমির হোসেন
২৬. জসিম
২৭. নুর ইসলাম
২৮. হাসান
২৯. বাচ্চু ভূইয়া
৩০.
৩১.