বাংলাদেশ

তাড়াইলে ব্যাটারি বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ৩০টি দোকান পুড়ে ছাই

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের বাজারে শনিবার রাতে ব্যাটারি বিস্ফোরিত হয়ে ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে ৩০টি দোকান। রাত সাড়ে ৯টার দিকে তাড়াইল থানা সংলগ্ন এনায়েত সুপার মার্কেটের একটি ইলেকট্রিক দোকানের আইপিএস এর ব্যাটারি বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যাবসায়ীরা।

ঘটনার পরপরই খবর পেয়ে তাড়াইল ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পাশাপাশি স্থানীয় লোকজনও বিভিন্ন পুকুর থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পরার কারণে অবস্থা নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। তাৎক্ষনিক পার্শবর্তী উপজেলা করিমগঞ্জ থেকে ১টি, ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে ১টি এবং কিশোরগঞ্জ সদর থেকে আরো ২টি ইউনিট এসে ২ঘন্টার চেষ্টায় রাত সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

এ ঘটনায় দুইজন ফায়ার ফাইটার আহত হয়েছে। তাদের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক মোহাম্মদ মোবারক আলী জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তাছাড়া দোকানগুলি গাদাগাদি করে তৈরি করা হয়েছে। তাই আমাদের আগুন নেভানোর কাজ করতে বেশ বেগ পেতে হয়েছে।তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারন করা যায়নি। তবে আমাদের পক্ষ থেকে একটি তদন্ত টিম গঠন করা হচ্ছে। অচিরেই তদন্ত টিম কাজ করে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করবেন।

অগ্নিকান্ড চলাকালীন সময়ে উপজেলা পরিষদ চেয়ারম্যন জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন ঘঘটনাস্থল পরিদর্শন করেন। আগুনে ক্ষতিগ্রস্ত স্থানীয় ব্যাবসায়ীরা জানান, অগ্নিকান্ডের ভয়াবহতায় প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে। এ ব্যাপারে স্থানীয় ব্যাবসায়ী নেতা হাজী উমর ফারুক জানান, রাত সাড়ে ৯টার দিকে বাজারের এনায়েতের মার্কেটে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের লোকজন এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, থানা সংলগ্ন এনায়েত সুপার মার্কেটের একটি ইলেকট্রিক দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসে বিষয়টি অবহিত করি এবং সংগীয় ফোর্সসহ জানমালের নিরাপত্তা দেই। তিনি আরও বলেন, আগুনে ৩০টি দোকান পুরোপুরি পুড়ে যায় এবং ৭টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

আগুনে পুড়ে যাওয়া মোস্তফা ইলেকট্রনিক্সের মালিক মাসুম কান্নাজরিত কণ্ঠ বলেন, আমি নি:স্ব হয়ে গেলাম। লক্ষ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে চোখের সামনে ছাই হয়ে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button