প্রধান সংবাদবাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুন্ডে আবারও সিলিন্ডার বিষ্ফোরণ, নিহত ৫ জন

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ৫ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে! হতাহতের সংখ্যা বিপদজনক ভাবে বাড়ছে! ফায়ার সার্ভিসের ০৬টি ইউনিট অগ্নিনির্বাপনের কাজ করছে।

৪ মার্চ ২০২৩ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এই বিস্ফোরণ হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা বর্তমানে ঘটনাস্থলে আছেন।

অক্সিজেন প্ল্যান্টের পাশের বাড়ির বাসিন্দা মো. লোকমান বলেন, ‘বিকেলে ওই অক্সিজেন প্ল্যান্টে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনি। এতে প্ল্যান্টের আশপাশের বাড়ি-ঘরের দরজা-জানলার কাঁচ ভেঙে পড়ছে। ভয়ে স্থানীয়রা বাড়ি-ঘর ছেড়ে দূরে সরে গেছেন।’

অক্সিজেন প্ল্যান্টের পাশের দোকান (ফারিয়া এন্টারপ্রাইজ) মালিক ইদ্রিস ব্যাপারী বলেন, ‘ওই অক্সিজেন প্ল্যান্টে বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশে লোহা-লক্কড় উড়ে এসে পড়েছে। বিস্ফোরণের পর প্ল্যান্টের ভেতর থেকে আহত কয়েকজনকে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।’

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের খবর শুনে আমরা ঘটনাস্থলে এসেছি। বিস্ফোরণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারব।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button