রাজনীতি
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সম্মেলনের বিরুদ্ধে একাংশের প্রতিবাদ সমাবেশ
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের ১১ মার্চের সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীদের একাংশ।
রবিবার (৫ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে জেলা শ্রমিক লীগের একাংশের নেতৃবৃন্দ এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে।
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান প্রধান, আক্তারুজ্জামান, মহিলা সম্পাদিকা নিলা আহমেদ নিশি, প্রচার সম্পাদক মোঃ বিপ্লব, শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম সহ জেলা শ্রমিক লীগের অসংখ্য নেতৃবৃন্দ।