ত্বকী হত্যার দশ বছর উপলক্ষে প্রদর্শনীর উদ্বোধন
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার দশ বছর উপলক্ষে রোববার (৫ মার্চ) বিকেলে ঢাকা জাতীয় জাদুঘরের বঙ্গমাতা লবিতে ত্বকীকে নিয়ে দেশের বিশিষ্ট শিল্পীদের চিত্রকর্মের সাতদিন ব্যাপী “চিত্রপটে ত্বকী” প্রদর্শনীর উদ্বোধন হয়েছে।
চিত্রপটে ত্বকী পর্ষদ আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী। অতিথি ছিলেন শিল্পী আবদুল মান্নান, বীরেন সোম সহ বিশিষ্ট শিল্পীবৃন্দ।
রফিকুন নবী বলেন, দশ বছরেও ত্বকী হত্যার বিচার না হওয়া দুঃখজনক, এইটি প্রতিনিয়ত আমাদের হৃদয়ের রক্তক্ষরণ। আজকের এ প্রদর্শনী শিল্পীদের সংগঠিত বিচারের দাবি। আমরা দ্রæত এ হত্যার বিচার চাই। শিল্পীরা একটি মানবিক সমাজর গড়ে তোলার জন্যই কাজ করে যাচ্ছে। কোন বিচারহীনতা আমাদের কাম্য নয়।
ত্বকীর বাবা শিল্পী রফিউর রাব্বি বলেন, গত দশ বছরে ত্বকীকে নিয়ে কবি শিল্পী সাহিত্যিকগণ কবিতা প্রবন্ধ লিখেছেন, গান গেয়েছেন, প্রামাণ্যচিত্র তৈরী করেছেন। এ সবই বিচারের দাবি। আজকে এই ছবির মাধ্যমে সেই দাবিটিই আবার উচ্চারিত হলো।
চিত্রপটে ত্বকী পর্ষদের আহবায়ক জাহিদ মুস্তাফার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিল্পী আবদুল মান্নান ও বীরেন সোম।
৪৬ জন শিল্পীর চিত্রকর্ম নিয়ে এ প্রদর্শনী। প্রদর্শনীতে ত্বকীকে নিয়ে দেশের বিভিন্ন খুদে শিল্পীদের ৩২ টি ছবি স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে ১১ মার্চ পর্যন্ত।