৭ই মার্চ উপলক্ষে আড়াইহাজারে আলোচনা সভা ও র‌্যালি

আড়াইহাজারে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার রুহুল আমীন মোল্লা, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, নারী ভাইস চেয়ারম্যান ঝর্ণা রহমান, উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন, মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মফিজুল ইসলাম বিপ্লব, কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান ফারুকী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার ও আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ।

এর আগে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দফতরের প্রধানগণ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *