চট্টগ্রামে নারী সংহতির ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা অনুষ্ঠিত

১১৩ তম আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস
৮ মার্চ ২০২৩ ও নারী সংহতির ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা অনুষ্ঠিত।

মজুরি বোর্ড ও ২৫ হাজার টাকা মজুরির দাবিতে লড়াই এবং গণতন্ত্র নিরাপত্তা ও সমতার দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে মওলানা ভাসানী অডিটোরিয়াম দোস্ত বিল্ডিং, কোতোয়ালি চট্টগ্রামে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি ও নারী সংহতি চট্টগ্রাম জেলার উদ্যোগ নারী সংহতি চট্টগ্রাম জেলার আহ্বায়ক ও গণসংহতি আন্দোলনের জেলা সদস্য নরুন্নেসা মুন্নি র সভাপতিত্বে, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির চট্টগ্রাম জেলার সমন্বয়কারী মিজানুর রহীম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য ও চট্টগ্রাম জেলা সমন্বয়কারী জননেতা হাসান মারুফ রুমী, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসম্পত্তি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক অপূর্ব নাথ।

আলোচক ছিলেন ফারিহা তাসনিম রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগর, রহিমা বেগম যুগ্ম সম্পাদক বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি ইপিজেড শাখা ,শিখা দে সদস্য নারী সংহতি ও গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগর। পারভীন আক্তার শিক্ষিকা।

এছাড়া বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার যুগ্ম সমন্বয়কারী মোজাফফর আহমেদ ও
যুগ্ম সমন্বয়কারী শ্রমিক নেতা মির্জা আবুল বাশার, উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক হাসান মুরাদ শাহ্, চট্টগ্রাম মহানগর সদস্য এনাম মোস্তফা, কাজল বৈদ্য , বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি চট্টগ্রাম জেলা ও গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগরের সদস্য লোকমান হোসেন জনি, ইপিজেড যুগ্ম আহ্বায়ক
মোহাম্মদ জুয়েল, মোঃ রমজান প্রমুখ সহ
নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *