শ্রীমঙ্গলে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা সহ ১২ জন গ্রেফতার
মোঃঅন্তর মিয়া প্রতিনিধি শ্রীমঙ্গল,মৌলভীবাজার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় জুয়ার আসরে অভিযান পরিচালনা করে জুয়ার সরঞ্জামসহ ৫ জুয়ারিকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানার এসআই আনোয়ারুল ইসলাম পাঠান, সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানাধীন সুরমাভ্যালী এলাকা থেকে ১। তোফাজ্জল হোসেন (৫৫), ২। আসাদুজ্জামান নূর (৫২), ৩। ইমান হোসেন (৬০)৷ ৪। হাফিজ আহমেদ (৬০), এবং ৫। মৃত্যুঞ্জয় পাল (৪০) নামে ৫ জনকে জুয়ার আসর থেকে আটক করে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (১০ মার্চ) রাতে শ্রীমঙ্গল থানার সুরমাভ্যালী এলাকায় অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে ৫ জনকে আটক করে এবং সেখান থেকে ৫২ টি তাস ও নগদ ১৪,৪৩০ টাকা জব্দ করা হয়। এই ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার বিশেষ অভিযানে সিআর, ৩১৩/২১(শাহপরান) এর ওয়ারেন্টভূক্ত আসামি ১। মামুনুর রশীদ, সিআর ২৪৩/২১ (শ্রীমঙ্গল) এর আসামি ২। সেলিম মিয়া(৫০) এবং জিআর ২১৫/১৬(শ্রীমঙ্গল) এর ওয়ারেন্টভূক্ত আসামি ৩। শহীদ মিয়া, ৪। মুজাহিদ মিয়া এবং ৫। মুকিত মিয়াদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া ১।আইনুল হক(৪৭) এবং ২। আব্দুল হামি(৩০) নামে দুজনকে পুলিশ আইনের ৩৪ ধারা অনুযায়ী আটক করা হয়।
আজ সকালে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে গ্রেফতারকৃত সকলকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।