সন্তানদের নিয়ে অভিভাবকদের অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করতে হবে: এড. আনিসুর
‘বঙ্গবন্ধু বলছেন সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। আজকের শিশু কিশোরদের সেই সোনার মানুষ, আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। অভিভাবকদের সন্তানদের নিয়ে অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করতে হবে।’
শনিবার (১১ মার্চ) বিকালে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা গুলো বলছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এড. আনিসুর রহমান দিপু।
তিনি আরও বলেন, দেশকে শিশুদের ভালবাসতে হবে। দেশের ইতিহাস ঐতিহ্য জানতে হবে, আলোকিত মানুষদের জীবনী জানতে হবে। ভাল মানুষ গড়ার মধ্যে দিয়ে দেশকে উন্নয়নের শীর্ষে নিয়ে বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে হবে।
বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও সম্মাননা প্রদানের উদ্দেশ্যে অনুষ্ঠানের আয়োজন করেন বন্দর উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন।
প্রধান আলোচক ছিলেন বন্দরের সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাইফ উদ্দিন বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন লক্ষণখোলা ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মো. নুর হোসেন, ঢাকেশ্বরী মিলস স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. বোরহান উদ্দিন, কবি শরীফ হোসেন সেলিম।
অনুষ্ঠানে বন্দর উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের মহাসচিব কাজী হুমায়ুন কবির, শিক্ষাসচিব সিদ্দিকুর রহমানসহ এসোসিয়েশনের অন্তর্ভুক্ত সকল বিদ্যালয়ের প্রধানগণ এবং শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এবার বন্দর উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে৷ তাদের মধ্যে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও সম্মাননা তুলে দেন অতিথিরা।