আফগানিস্তানের মতো প্লেনে উঠার সময়ও পাবে নাঃ শিরিন সুলতানা
বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা বলেছেন, বাংলাদেশের জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে অবৈধভাবে ক্ষমতায় এসেছে। তারা জনগণের কথা ভবছে না। চাল-ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়েছে।
তিনি আরও বলেন, এই অবৈধ সরকারের আমলে ৬০০ কর্মী গুম হয়েছে। ৬ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।আমরা এই অবৈধ সরকারকে বলে দিতে চাই। যদি তোমরা বাঁচতে চাও, খালেদা জিয়ার কাছে যাও। ক্ষমা চাও, যদি খালেদা জিয়া ক্ষমা করে দেয়, তাহলে থাকলে থাকতেও পারো। নাহলে আফগানিস্তানের মতো প্লেনে উঠার সময়ও পাবে না।
শনিবার বিকালে চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তি, বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা।
তিনি বলেন, বায়ূ দূষনের কারণে যতটা দূগন্ধ বেড় হয়েছে। তার চেয়ে বেশি দূষিত হয়েছে আওয়ামী লীগের দূর্নীতির কারণে। আওয়ামী লীগের কতিপয় নেতা এদেশের টাকা বিদেশে পাচার করে আমিরিকা, কানা, মালেশিয়া সিংগাপুরে বেগম পাড়া বানিয়েছে, আমরা তাদেরকে ছাড় দিবো না। আমরা ছাড় দিলেও সাধারণ জণগণ তাদের ছাড় দিবে না।
তিনি আরও বলেন, আওয়ামী নতুন করে ষড়যন্ত্র করছে। তারা আগামীতে সাজানো পাতানো যড়ষন্ত্রের নির্বাচনের পায়তারা করছে। আমাদের বিভিন্ন নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। যে আওয়ামী লীগ বাংলাদেশের সকল সম্পদ বাহিরে পাড় করে দিয়েছে। যারা দেশের সম্পদ পাচার করে বেগম পাড়া বানিয়েছে, তাদের আমরা ছাড়বো না।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচির সঞ্চালনা করেন আবু আল ইউসুফ টিপু।
নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, রহিমা শরিফ ময়া, বন্দর থানা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব রানা, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব আনোয়ার হোসেন, মহানগর যুব দলের যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, যুব দলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মনতু।