দেহের সুষ্ঠ বিকাশে সুষম খাদ্যের প্রয়োজনীয়তা অনস্বীকার্য: কাউন্সিলর অসিত বরণ

সকলের জন্য পুষ্টি নিশ্চিত করনে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে। সোমবার (১৩ মার্চ) গণ বিদ্যা নিকেতন হাইস্কুলের অডিটোরিয়ামে ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. জব্বার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন FAO এর পুষ্টি বিশেষজ্ঞ মাসুমা চৌধুরী, ঢাকা ফুড সিস্টেম প্রজেক্ট এর নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, স্কুলের সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্যানিটারী ইন্সপেক্টর শ্যামলী সাহা, নাসিক প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্প (টাউন ফেডারেশনের) সভাপতি সালমা সুলতানা ১৫ নং ওয়ার্ড সচিব মোঃ আবুল কালাম প্রমূখ।

এ সময় অনুষ্ঠানে দিনব্যাপী অনুষ্ঠানে স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে ফুড জার্নি, নিরাপদ খাদ্য, বাগান তৈরী, খাদ্য ক্ষতি, সুষম খাদ্যের প্লেট সাজানোসহ বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত হাতে কলমে শিক্ষা দেওয়া হয়।

কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, দেহের সুষ্ঠু বিকাশে সুষম খাদ্যের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। পুষ্টি সমৃদ্ধ নিরাপদ খাদ্য সম্পর্কে সঠিক ধারনা না থাকায় প্রতি মুহুর্তে আমরা এমনসব খাবার গ্রহণ করছি যা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এক্ষেত্রে আজকের এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অভিভাবকেরা যেন তারা সন্তানদের স্কুলের টিফিনে প্যাকেটজাত খাবারের পরিবর্তে বাড়ীতে তৈরী খাবার দেন এবং আজকের অনুষ্ঠানের অভিজ্ঞতালব্দ জ্ঞান ছাত্র ছাত্রীদের বন্ধু বান্ধব ও আশেপাশের প্রতিবেশীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button