ঐক্যবদ্ধভাবে কাজ করলে সোনারগাঁয়ে আবারও জাতীয় পার্টি বিজয়ী হবে: এমপি খোকা
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি বলেছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে এদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশে অসংখ্য রাস্তা-ঘাট, ব্রিজএতিমখানা, মহাসড়ক, ঢাকা শহর রক্ষা বাঁধ, নারায়ণগঞ্জ শহর রক্ষা বাঁধ, ঢাকায় রোকেয়া স্মরণী, পান্থপথ রাস্তা নির্মাণ করাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আমি বিগত ৯ টি বছরে রাস্তা, ব্রিজ, কালভার্ট, স্কুল- কলেজ, মসজিদ-মাদ্রাসা, মন্দির, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, শহীদ মিনার ও ঈদগাহ মাঠ সম্প্রসারণসহ ব্যাপক উন্নয়ন করেছি।
মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে জামপুর ইউনিয়ন জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি খোকা বলেন, জাতীয় পার্টির সকল নেতাকর্মীদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে পার্টির জন্য কাজ করতে হবে। আমরা সবাই একতাবদ্ধভাবে কাজ করলে আগামী নির্বাচনে সোনারগাঁয়ে আবারও জাতীয় পার্টি ক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ।
সভায় জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও প্যানেল চেয়ারম্যান মো:মোতালেব ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেনারগাঁ উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আশরাফুল ভূইয়া মাকসুদ, সদস্য সচিব মোঃ আলী জাহান।
এসময় আরোও উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু,পৌরসভা জাতীয় পার্টির সভাপতি জামান, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক শ্যামল শিকদার, যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন, জাতীয় যুবসংহতির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম,পৌর কাউন্সিলর জায়েদা আক্তার মনি,মহিলা মেম্বার পলি আক্তার, রুনা আক্তার,আমিন মেম্বার,মনির মেম্বার,সাবেক মেম্বার হারুন,বৈদ্যোরবাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলী মেম্বার,বাছেদ মেম্বার,সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেনসহ জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ।