পাগলা মেরী এন্ডারসন রেস্তোরায় মদ্যপান অবস্থায় শামীম বাহিনীর তান্ডব!
পাগলার ভাসমান রেস্তোরা মেরী এন্ডারসনের বারের ভিতরে মদ্যপান অবস্থায় মারধর ও ভাংচুরের অভিযোগ উঠছে নামধারী যুবলীগ নেতা ও নানা অপকর্মের মূল হোতা শামীম গংদের বিরুদ্ধে। শনিবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯ টার সময় ফতুল্লার পাগলা ভাসমান রেস্তোরা মেরী এন্ডারসন বারের এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, নানা অপকর্মের মূল হোতা তক্কার মাঠ এলাকার শামীম ও তার সহযোগী নয়ামাটি এলাকার সাদ্দাম হোসেন তুহিন, পারভেজ, সোহেলসহ অজ্ঞাতনামা কয়েকজন মিলে মেরী এন্ডারসনের বারে মদ্যপান করে মাতাল অবস্থায় সেখানে থাকা জিনিসপত্র ভাংচুর করে। পরবর্তীতে সেখানে কর্মরতরা থামানোর চেষ্টা করলে তাদেরকে মারধর করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে শামীম ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলেও জানা যায়।
এলাকাবাসী সুত্রে জানা যায়, তক্কার মাঠ এলাকার শামীমের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। সে দীর্ঘদিন স্থানীয় সাংসদের পুত্রের আস্থাভাজন ও যুবলীগ নেতা জুয়েলের ভাতিজা পরিচয়ে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। তক্কার মাঠ, শিয়াচর এলাকার মানুষ শামীমের অত্যাচারে অতিষ্ঠ।
এ বিষয়ে মেরী এন্ডারসন বারের ম্যানেজার রাসেল জানান, শামীম ও তার সহযোগী কয়েকজন মদ্যপান অবস্থায় পাশের টেবিলের কয়েক জনের সাথে কথাকাটা-কাটি হয়। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।