বাংলাদেশ

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুৎতের দামবৃদ্ধির প্রতিবাদে গণসংহতি আন্দোলন , চট্টগ্রাম জেলা শাখার বিক্ষোভ

দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, দফায় দফায় বিদ্যুৎতের দামবৃদ্ধির প্রতিবাদে গণসংহতি আন্দোলন , চট্টগ্রাম জেলা শাখার বিক্ষোভ সমাবেশ ।

গণসংহতি আন্দোলন , চট্টগ্রাম জেলা শাখা ২০ মার্চ ২০২৩ ইং বিকাল ৪.৩০ মিনিটে চট্টগ্রাম পুরাতন রেল ষ্টেশন চত্বরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে । জেলার সমন্বয়কারী হাসান মারুফ রুমী’র সভাপতিত্বে এবং নির্বাহী সমন্বয়কারী ফরহাদ জামান জনি’র পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন , জেলার যুগ্ম নির্বাহী সমন্বয়কারী এড. ফাহিম শরীফ খান , নাসির জোশি , জেলার সম্পাদকীয় সদস্য হাসান মুরাদ , চিরন্তন চিরু , এড. শাহাদাত হোসেন মানিক , মোর্শেদ আলম এবং সীতাকুন্ড শাখার নেতা নরুল আলম এবং চাঁন্দগাও শাখার সদস্য সচিব মঈনুল আজাদ প্রমুখ ।

সমাবেশে বক্তারা বলেন , দেশের জনগণ আজ দূর্বিষহ জীবনযাপন করছে । বর্তমান শাসকগোষ্টি লুটপাটকারী , অর্থ পাচারকারী , মুনাফাখোরদের পক্ষের শাসকে পরিণতে হয়েছে । দেশের জনগণের কথা বিবেচনা না করে কেবল মাত্র লুটপাটের সুবির্ধাতে গত ৩ মাসে ৩-৪ বার দফায় বিদ্যুৎতের দাম বৃদ্ধি করে । নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দিনদিন সাধারণ জনগনের নাগালের বাহিরে চলে যাচ্ছে আর ২-৩ দিন পর রোজ শুরু অথচ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমার কোন লক্ষণ নাই । শাসকগোষ্টির পদক্ষেপ দেখে বুঝা যাচ্ছে তারা সিন্ডিকেটের পক্ষ অবলম্বন করছে ।

তারা আরো বলেন , এই শাসক গোষ্টি জনগণের ভোটে নির্বাচত হয় নাই যার ফলে তারা একের পর এক লুটপাট চালিয়ে যাচ্ছে জনগণকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ।তাদেরকে যারা দিন ও রাতের আঁধারে ভোট চুরি যারা ক্ষমতায় নিয়ে আসছে এই শাসক গোষ্টি তাদের খুশী করতে ব্যস্ত ।
আমাদের এই ব্যবস্থার পরিবর্তন দরকার , তার জন্য প্রয়োজন জনগণের ঐক্যবদ্ধতা । একমাত্র জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব । গণসংহতি আন্দোলন জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করার জানায় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button