মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর এ.জি.এম অপারেশন লুৎফর রহমানকে সংবর্ধনা
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর কর্মকর্তা কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর এ.জি.এম অপারেশন মো: লুৎফর রহমানকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
বুধবার (২২ মার্চ) বিকেলে এসওরোডস্থ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার সভাপতি ও দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার প্রকাশক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবউট এজেন্ট এন্ড পেট্রোল পাম্প এসোসিয়েশন গোদনাইল মেঘনা ডিপো শাখার সভাপতি হাজী রুহুল আমিন মণ্ডল, সাধারন সম্পাদক হাজী মো. সালাউদ্দিন মহাজন।
বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন মেঘনা ডিপো শাখার সিনিয়র সহ-সভাপতি মণ্ডল মো. মহিউদ্দিন সানি ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোদনাইল মেঘনা ডিপো টার্মিনাল পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক আমান মিয়া, মেঘনা ডিপো কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি রুহুল আমিন রনি, সাধারণ সম্পাদক খোকন, আব্দুর রব মন্ডল, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন মেঘনা ডিপো শাখার সহ-সভাপতি মো: মাসুম মিয়া, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সাধারণ এ.আর মহসীন, সাংগঠনিক সম্পাদক মো: মহিউদ্দিন আহম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো: আল-আমিন, কোষাধ্যক্ষ বিল্লাল, দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন মুন্না, শ্রমিক কল্যাণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, কার্যকরী সদস্য হুমায়ুন কবির, মো: নাজির হোসেন, মো: জালাল, মো: জসীম মিয়া, ভারপ্রাপ্ত কার্যকরী সদস্য মো: মিন্টু, গোদনাইল মেঘনা ডিপোর সিনিয়র মিটার অপারেটর মোঃ আবুল খায়ের, সিনিয়র প্লান্ট মোঃ হুজ্জাত উল্লাহ, জুনিয়র প্লান্ট মো: সালেহ আহমেদ, জুনিয়র প্লান্ট মুরাদ হোসেন, সিনিয়র ক্লার্ক সাইফুল ইসলাম, জুনিয়র ক্লার্ক শিপন ভূঁইয়া, ট্যাংক ডিপার কামাল হোসেন, গোদনাইল মেঘনা ডিপো মালিক সমিতির কোষাধ্যক্ষ সাইফুদ্দিন সহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।