শামীম ওসমানের সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলা পূজা পরিষদের প্রার্থনা
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় মহাতীর্থ লাঙ্গলবন্দের রাজঘাট এলাকায় এমপি শামীম ওসমানের দ্রুত রোগমুক্তি কামনা সহ ওসমান পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রার্থনা পরিচালনা করেন শ্রী বিক্রম দাস।
প্রসঙ্গত, বুধবার রাতে পেট ব্যথাজনিত সমস্যার কারনে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি ভর্তি হন এমপি শামীম ওসমান ।
শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান লিপি বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় এ তথ্য নিশ্চিত করে জানান, টেস্ট করা হচ্ছে কী কারণে পেটে ব্যথা হচ্ছে। হাসপাতালে সার্বক্ষনিক পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এ সময় তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।