গার্মেন্ট শ্রমিক সংহতি চট্টগ্রাম জেলার কর্মী সংগঠকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
২৮ মার্চ ২০২৩ মঙ্গলবার সকালে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে চট্টগ্রাম জেলার কর্মী সংগঠকদের মাঝে বিতরণের জন্য স্বল্প পরিমাণ খাদ্য সামগ্রী ছোলা, তেল, পিঁয়াজ, চিনি, চিড়া, সেমাই চট্টগ্রাম জেলা হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা সমন্বয়কারী ও গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় উপদেষ্টা হাসান মারুফ রুমী, গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা সমন্বয়কারী মিজানুর রহীম চৌধুরী, কেন্দ্রীয় রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক ও জেলার যুগ্ম সমন্বয়কারী শহিদ শিমুল, কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম জেলার সদস্য সচিব মোঃ সোহাগ, জেলার অন্যতম সদস্য এডভোকেট মানিক শাহাদাৎ, লোকমান হোসেন জনি, ইপিজেড শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ জুয়েল, মোঃ রমজান প্রমুখ।