গণসংহতি আন্দোলন সীতাকুণ্ড উপজেলার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আজ ৩১ মার্চ ‘‘মহান স্বাধীনতা দিবস ও দেশব্যাপী সাংবাদিক গ্রেফতার হয়রানি নিপিড়ন ও আমাদের করনীয়’’ শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল আয়োজিত হয়।
উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সীতাকুণ্ড উপজেলার আহবায়ক প্রকৌশলী জাহিদুল আলম আল-জাহিদ ‘র সভাপতিত্বে, এ্যাড. মুসলিম উদ্দিন রিপনের সঞ্চালনায় আলোচনা করেন জেলার নির্বাহী সমন্বয়কারী ফরহাদ জামান জনি, মহানগর কমিটির অন্যতম ও নিরাপদ সড়ক আন্দোলনে কারা নির্যাতিত নেতা মারুফ হোসেন।
নেতৃত্ব বলেন “বর্তমান সরকার তার অবৈধ শাসনকে দীর্ঘায়িত করতে দীর্ঘদিন ধরেই গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে। বর্তমান সময়ে সরকার আরো শক্তভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায়। তারই প্রমাণ আমরা বিভিন্ন ঘটনায় দেখতে পাচ্ছি। প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেপ্তার সেসকল প্রক্রিয়ারই অংশ। আমরা দেশে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও ভোটাধিকারের দাবিতে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলার নেতা, হোটেল শ্রমিক নেতা মো. ইউসুফ, শ্রমিক নেতা আব্দুস সাত্তার হাসান সহ প্রমুখ।