২৫ হাজার টাকা মজুরির দাবিতে চট্টগ্রামে গার্মেন্ট শ্রমিক সংহতি’র সমাবেশ
প্রেস বিজ্ঞপ্তি: ৩১ মার্চ ২০২৩ শুক্রবার রানা প্লাজার শ্রমিক হত্যার ১০ বছরে দোষীদের শাস্তি ও অবিলম্বে মজুরি বোর্ড গঠন, ২৫ হাজার টাকা মজুরির দাবিতে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি’র উদ্যোগে চট্টগ্রাম ইপিজেড এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গার্মেন্ট শ্রমিক সংহতির চট্টগ্রাম জেলার
সমন্বয়কারী মিজানুর রহীম চৌধুরীর উপস্থিতিতে জেলার সদস্য সচিব ইপিজেড শাখার আহবায়ক মোঃ সোহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয়
উপদেষ্টা হাসান মারুফ রুমী, গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহবায়ক চিরন্তন চিরু, বাংলাদেশের গার্মেন্ট শ্রমিকদের কেন্দ্রীয় রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক ও জেলার
যুগ্ম সমন্বয়কারী শহিদ শিমুল, জেলা সদস্য এডভোকেট মানিক শাহাদাৎ, ইপিজেড শাখার যুগ্ম আহ্বায়ক শিউলি আক্তার, রহীমা বেগম, ইপিজেড শাখার সদস্য সচিব মো: কামাল, যুগ্ম আহ্বায়ক মোঃ জুয়েল প্রমুখ। সভা পরিচালনা করেন জেলার সদস্য লোকমান হোসেন জনি।
মাসব্যাপী রানা প্লাজা দিবসের আয়োজন এবং ২৫ হাজার টাকা মজুরির দাবির আন্দোলনের অংশ হিসাবে এই কর্মসূচি পালন করে নেতৃবৃন্দ বলেন, ২০১৩ এর রানা প্লাজা ধস হাজারো শ্রমিক প্রাণ হারায়। অথচ ১০ বছরেও
মালিকসহ দোষীদের শাস্তি হয়নি। ক্ষতিপুরনের আইন উল্লেখযোগ্য কোন পরিবর্তন হয়নি, আহত অনেকেই এখনো শারিরীক ও মানসিক ক্ষতের চাপ বয়ে বেড়াচ্ছে। রানা প্লাজার ঘটনার পর
মালিক সরকার বায়ার শ্রমিকের নিরাপত্তা, মজুরী ও ট্রেড ইউনিয়ন অধিকার নিয়ে অনেক আওয়াজ তুলেছে। বাস্তবে পোশাকখাত ও মালিকদের উন্নয়ন হলেও উন্নতি হয়নি শ্রমিকের জীবন
মানের। মাত্র ৮০০০ টাকায় সস্তা মজুর হিসাবে পোশাক শ্রমিকরা নিদারুন সময় পার করছে বাজারে ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতির কারনে। অবিলম্বে সকল শ্রমিকের জন্য ২৫ হাজার টাকা মজুরি
নির্ধারনের দাবি জানান তারা।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান উধ্বগতির বাজারে চাল-ডাল-তেল -আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের
মূল্য যে জায়গায় গিয়ে পৌঁছেছে সেখানে একজন শ্রমিকের বাঁচা দায় হয়ে পড়েছে। এই অবস্থায়
অবিলম্বে মজুরি বোর্ড গঠন ও ২৫ হাজার টাকা মজুরি করা সময়ের দাবি। এই আহবানে সকলকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান নেতৃবৃন্দ।
তারা আরো বলেন, অবিলম্বে রানা প্লাজার দোষীদের শাস্তি দিতে হবে, ক্ষতিপুরণের আইন বদল করতে হবে এবং বাংলাদেশের পোশাক শ্রমিকদের মজুরি ২৫ হাজার টাকা করতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।