দেশব্যাপী যে জনরোষ তৈরি হয়েছে তা সরকারের গদিচ্যুত করবে – গণসংহতি
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সাংবাদিক গ্রেফতার ও নিপীড়নের প্রতিবাদে গণসংহতি চট্টগ্রাম জেলার বিক্ষোভ
আজ ১ এপ্রিল সকাল ১১টায় চট্রগ্রাম মহানগরীর চেরাগী পাহাড়ের মোড়ে “আমাদের মাছ মাংস চাউলের স্বাধীনতা লাগবো” শিরোনামে প্রথম আলো ‘র ২৬ মার্চে প্রকাশিত প্রতিবেদনের জেরে রাষ্ট্রের আপত্তির অজুহাতে দেশের অন্যতম গণমাধ্যমের সম্পাদক মতিউর রহমান, প্রতিবেদক শামসুজ্জামান শামসের গ্রেফতার ও লাইক কমেন্ট শেয়ারের অপরাধে দায়ী করে অজ্ঞাত ব্যক্তিদের ডিজিটাল নিরাপত্তার নামে হয়রানিমূলক মামলা, যুগান্তর পত্রিকার বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম সিআরবি আন্দোলনের বস্তুনিষ্ঠ সংবাদ দাতা’র বিরুদ্ধে ২০১৩ সালে সিআরবি এলাকায় আধিপত্যের দ্বন্দ্বে জোড়া খুনে আসামী যুবলীগের নেতার দ্বারা ডিজিটাল আইনে মামলার শিকার মাহবুবুল আলম লাবলু বিরুদ্ধে মিথ্যা প্রত্যাহারের দাবিতে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা’র সমন্বয়কারী জননেতা হাসান মারুফ রুমীর সভাপতিত্বে প্রকৌশলী জাহিদুল আলম আল-জাহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা নির্বাহী সম্মনয়কারী ফরহাদ জামান জনি, সম্পাদকিয়মন্ডলীর সদস্য মোর্শেদ আলম, চাঁন্দগাও থানা কমিটির সদস্য সচিব শেখ মইনুল আজাদ।
বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার আহবায়ক চিরন্তন চিরু, পাঁচলাইশ থানার সম্পাদক প্রকাশ মজুমদার বাবু, চাঁন্দগাও থানা কমিটির আহবায়ক শেখ ইকবাল মাসুদ, মহানগর নেতা সাধন দত্ত, জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রীধাম কুমার শীলসহ প্রমুখ।
বক্তব্যে বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তার নামে সংবিধানের সাথে সাংঘর্ষিক স্বাধীন মতো প্রকাশে বাধা প্রদানকারী হয়রানিমূলক সকল কালো আইন বাতিল করতে হবে। রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী র্যাবের হেফাজতে সুলতানা জেসমিন হত্যার সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিচার করতে হবে। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সাংবাদিক শামসুজ্জামান শামস ও যুগান্তর’র বিশেষ প্রতিনিধি মাহবুব আলম লাবলুর বিরুদ্ধে আনিত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করতে হবে।
অন্যথায় দেশব্যাপী যে জনরোষ তৈরি হয়েছে তা সরকারের গদিচ্যুত করতে গণ লড়াইয়ে রুপ নিবে।