বাংলাদেশ
নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতির স্ত্রী রিতা আর নেই
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল এর স্ত্রী এড. ওয়াহিদা রহমান রিতা (৫২) ক্যন্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
গত ৩১ মার্চ দিবাগত রাত দেড়টার দিকে কলেজ রোডস্থ নিজ বাসায় তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমা ওয়াহিদা রহমান নারায়ণগঞ্জ আদালতের কৌসুলি ছিলেন। তিনি মৃত্যু কালে স্বামীসহ এক ছেলে সন্তান ও এক কন্যা সন্তান রেখে যান। মরহুমাকে শনিবার বাদ জোহর মাসদাইর কবরস্থানে তার পিতার কবরের পাশে দাফন করা হয়।