নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি থেকে মুকুল-নুরুদ্দীনকে অব্যাহতি
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আতাউর রহমান মুকুল ও যুগ্ম আহ্বায়ক হাজী নুরুদ্দীনের আবেদনের প্রেক্ষিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক পদ থেকে তাদেরকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
রবিবার (২ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক চিঠিতে এ অব্যাহতি দেওয়া হয়।
ওই চিঠির তথ্য সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ সেপ্টেম্বর গঠিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটিতে আলহাজ্ব আতাউর রহমান মুকুল ও যুগ্ম আহ্বায়ক হাজী নুরুদ্দীনকে যুগ্ম আহবায়ক পদে মনোনীত করা হয়েছিল।
পরবর্তীতে ব্যক্তিগত কারণে উক্ত পদে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না মর্মে উভয়ে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আপনার পদত্যাগ পত্র গৃহীত হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।