জালালাবাদ ইমাম সমিতির বৈঠকে ঘোষণা, সিলেটে ফিতরার সর্বনিম্ন পরিমাণ ১০০ টাকা
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সিলেটে স্থানীয়ভাবে ফিতরার পরিমাণ নির্ধারণের লক্ষ্যে গত ৩ এপ্রিল সোমবার বাদ তারাবীহ জালালাবাদ ইমাম সমিতির কেন্দ্রীয় কার্যালয় ভার্থখলা মাদরাসায় কেন্দ্রীয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সমিতির কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা শায়খ মজদুদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সমিতির বাজার মনিটরিং কমিটির রিপোর্টের ভিত্তিতে বিভিন্ন পণ্যের বাজার দর যাচাই করে সিলেটের স্থানীয়ভাবে ফিতরার পরিমাণ ধার্য করার হয় জনপ্রতি অর্ধ সা’ তথা ১ কেজি ৬৫০ গ্রাম আটা অথবা এর মূল্য ৬০ টাকা করে ৯৯ টাকা, আদায়ের সুবিধার্থে ১০০ টাকা। তাছাড়া খেজুর দিয়ে জনপ্রতি ফিতরার পরিমাণ হলো ৩ কেজি ৩০০ গ্রাম অথবা এর মূল্য ২৭০টাকা কেজি দরে ৩ কেজি ৩০০ গ্রামের মূল্য ৮৯১টাকা, আদায়ের সুবিধার্থে ৯০০ টাকা এবং কিসমিস দিয়ে দিলে জনপ্রতি ৩ কেজি ৩০০ গ্রাম অথবা এর মূল্য ৪৫০টাকা কেজি দরে ৩ কেজি ৩০০গ্রামের মূল্য ১৪৮৫ টাকা, আদায়ের সুবিধার্থে ১৫০০টাকা।
সভায় উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি মাওলানা আব্দুস সুবহান, সহ সাধারণ সম্পাদক মুফতি সাঈদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মঞ্জুর আহমদ, মাওলানা ওলীউর রহমান, অর্থ সম্পাদক মাওলানা বদরুল ইসলাম, প্রচার সম্পদক মাওলানা আব্দুল্লাহ জৈন্তাপুরী, সহ প্রচার সম্পাদক মাওলানা সালিম আহমদ সোলাইমান, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আবুল হোসাইন।
সভায় বক্তাগণ সমাজের প্রতিটি বিত্তবান ব্যক্তিকে নিজ নিজ সামর্থের আলোকে সাদকাতুল ফিতর আদায় করে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।