বাংলাদেশ

নারায়ণগঞ্জের বন্দরে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জে ২৩ বছর বয়সীমেরাজুল ইসলামকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সোমবার (৩ এপ্রিল ) রাতে মৃত্যু বরণ করে মিরাজ। একই ঘটনায় আল-আমিন নামের আরও এক যুবক আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। নিহত মেরাজুল ইসলাম ছালেহনগর এলাকার আজহারুল ইসলাম এজা মিয়ার ছেলে। আহত আল আমিন রুপালী আবাসিক এলাকার জাভেদ মিয়ার ছেলে। মেরাজুল ইসলাম আয়মান ইন্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক ও আল আমিন  ওই ওয়ার্কশপে কাজ করতো।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘মিরাজের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অপর যুবক আলামিনের অবস্থা আশঙ্কাজনক।’

স্থানীয়রা জানান, এর আগে সন্ধ্যায় ইফতারের সময়ে বন্দরের রূপালী আবাসিক এলাকায় আয়মান ইন্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে এসে ৪-৫ জনের একদল যুবক অতর্কিতভাবে তাদের ওপর হামলা করে। ধারালো অস্ত্র দিয়ে তারা এলোপাথারি আঘাত করে দুর্বত্তরা চলে যায়। পরে তাদের উদ্ধার করে প্রথামে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হামলাকারীদের সকলের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক বলেন, তদন্ত চলছে। পরে বিস্তারিত বলতে পারবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button