ঢাকা-নারায়ণগঞ্জ রুটে জুন মাসে ট্রেন চালুর পরিকল্পনা
ঢাকা-নারায়ণগঞ্জ পথের ট্রেন আগামী জুন মাসের আগে চলাচল করবে না বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ের একটি সূত্র।
সূত্রটির দাবি, সেপ্টেম্বরের মধ্যে কমলাপুর থেকে পদ্ম সেতু হয়ে ট্রেন চালুর পরিকল্পনা। তুই জুন মাসে ট্রেন চালু করতে চাইছে সরকারের এই মন্ত্রণালয়টি।
২০২২ সালের ৪ ডিসেম্বর পদ্মা সেতু রেলপথ নির্মাণের জন্য ঢাকা নারায়ণগঞ্জ রেলপথটি বন্ধ ঘোষণা করে বাংলাদেশ রেলওয়ে। কবে নাগাদ ট্রেন চলাচল শুরু হবে, তারও সঠিক কোন উত্তর ছিল না প্রজ্ঞাপনে। ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন এই রুটে চলাচলকারী হাজার হাজার যাত্রী।
কমলাপুর থেকে এরই মধ্যে গেন্ডারিয়া রেল স্টেশন পর্যন্ত নির্মাণ কাজ চলছে। এই কাজ হবে নারায়ণগঞ্জের পাগলা পর্যন্ত। ট্রেন চলবে আশায় দিন গুনছে পথটির যাত্রীরা।
নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তা জানান, নারায়ণগঞ্জ রেলপথটি বন্ধ রয়েছে পদ্ম সেতুর নির্মাণ কাজ করার জন্য। বর্তমানে পথটি বন্ধ রয়েছে। কাজ চলছে গেন্ডারিয়া স্টেশন ও টিটি পাড়া এলাকায়। কাজ শেষ হলে জুন মাসের পর ট্রেন চলাচল শুরু হবে।
রেলওয়ের নারায়ণগঞ্জ স্টেশনের মাস্টার গয়েশ্বর মল্লিক জানান, আমরাও শুনেছে বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের থেকে শুনেছি জুন-জুলাইয়ের আগে নারায়ণগঞ্জ-ঢাকা রোডে ট্রেন চলবে না।