আড়াইহাজারে হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার

আড়াইহাজারে কামাল হোসেন (৬০) হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাজীরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আড়াইহাজারের নয়নাবাদ গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে আবু সায়েম (৪২) ও তার স্ত্রী সাথী বেগম (৩৫)।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের সঙ্গে ওয়ারিশ সূত্রে পাওয়া জমি-জমা সংক্রান্ত বিষয়ে ভিকটিমের আগে থেকে বিরোধ ছিল। এর জের ধরে গত ৩ এপ্রিল সকালে গ্রেপ্তারকৃত আসামিরা ভিকটিমের মেয়েকে মারধর করে এবং দুপুরে ভিকটিম মসজিদে যাওয়ার সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *