ডা. জাফরুল্লাহ চৌধুরীর ইন্তেকালে গণসংহতির গভীর শোক প্রকাশ
১২ এপ্রিল ২০২৩
প্রেস বিজ্ঞপ্তি: গণসংহতি আন্দোলন – নারায়ণগঞ্জ মহানগর এর সমন্বয়ক/নির্বাহী সমন্বয়ক নিয়ামুর রশীদ বিপ্লব ও পপি রানী সরকারের শোকবার্তা।
গণসংহতি আন্দোলন – নারায়ণগঞ্জ মহানগর এর সমন্বয়ক/নির্বাহী সমন্বয়ক নিয়ামুর রশীদ বিপ্লব ও পপি রানী সরকার আজ এক শোকবার্তায় বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় নিয়ামুর রশীদ বিপ্লব ও পপি রানী সরকার, জাফরুল্লাহ চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, “মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী ডা. জাফরুল্লাহ চৌধুরী আজীবন দেশ, জাতি ও জনগণের কল্যাণে অবদান রেখেছেন। তিনি ছিলেন অত্যন্ত স্পষ্টবাদী। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগণের জন্য ফিল্ড হাসপাতাল, স্বাধীনতা পরবর্তীকালে স্বল্প মূল্যে চিকিৎসার জন্য গণস্বাস্থ্য হাসপাতাল প্রতিষ্ঠাসহ শিক্ষা, স্বাস্থ্য, নারী উন্নয়ন এবং সমাজ সংস্কারে ও বিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। রাষ্ট্রের সকল সঙ্কটে তিনি এগিয়ে এসেছেন অকুতোভয় সৈনিক হিসেবে। আওয়ামী সরকারের গণতন্ত্র বিরোধী কার্যকলাপ এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তিনি অগ্রনি ভূমিকা রেখেছেন এবং দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে স্বোচ্চার ছিলেন আমৃত্যু।
“বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট সমাধানেও ডা. জাফরুল্লাহ চৌধুরী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমান কর্তৃত্ববাদী শাসনে যখনই বিরোধীদলীয় নেতা-কর্মীরা আক্রমণের শিকার হয়েছেন তখনই তাদের পাশে দাড়িয়েছেন তিনি। যার কারণে সরকারের নিপীড়নের শিকার হয়েছেন। গণস্বাস্থ্য কেন্দ্রের পুকুর থেকে মাছ চুরির মামলা দাঁয়ের করা হয়েছে তার নামে, হামলা করে গণস্বাস্থ্য কেন্দ্রের জায়গা দখল করা হয়েছে কিন্তু তাঁকে দমানো যায় নি। এদেশের গণমানুষের স্বার্থের পক্ষে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত সংগ্রাম করে গেছেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন আমাদের সম্মিলিত সাহসের নাম। এদেশের গণমানুষের সংগ্রামের মাঝেই ডা. জাফরুল্লাহ চৌধুরী বেঁচে থাকবেন। আমরা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সংগ্রামকে এগিয়ে নিয়ে যাব।
তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”