কুতুবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ
বিএনপির কেন্দ্র ঘোষিত যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি ও ১০দফা বাস্তবায়নের দাবিতে কুতুবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি করা হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) বিকালে কুতুবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে পাগলা বাজার সহ এর আশেপাশের বিভিন্ন এলাকায়, পাড়া-মহল্লায় ও হাট-বাজারে এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় লিফলেট বিতরণ কর্মসূচীতে কুতুবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম টিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. শহীদুল্লাহ্, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম রাজ, কুতুবপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাজী লিটন সহ ইউনিয়ন বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।