পথচারীদের ইফতার বিতরণ করলেন সোহাগ রনি
মোঃমীমরাজ হোসেন,সোনারগাঁ প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় গরীব দুখি ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। আজ রবিবার বিকেলে মোগড়াপাড়া সাহেববাড়ি মসজিদের সামনে ইফতার সামগ্রী বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সম্মেলন কমিটির সদস্য সচিব হাজী শাহ মো. সোহাগ রনি।
ইফতার বিতরনকালে শাহ মো. সোহাগ রনি বলেন, আমাদের দেশে অনেক অসহায় মানুষ আছে যারা সারাদিন রোজা রেখে ইফতার করতে পারেন না। অর্থের অভাবে তারা সারাদিন ভিক্ষা করে বেলান। সেই সব মানুষের কথা চিন্তা করে আমি প্রথম রমজান থেকে প্যাকেট করে ইফতার সামগ্রী এনে তাদের মাঝে বিতরন করার চেষ্টা করি।
আমি আল্লাহকে রাজি খুঁশি করার জন্য কাজটি করে থাকি। কাউকে দেখানো জন্য নয়। অনাহারী মানুষ যদি পেট ভরে ইফতার খেতে পারে এতেই আমার সুখ। তিনি জানান, আমি সর্ব সময়ই চেষ্টা করি অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করতে। মানব কল্যানে আমার এ কাজটি চলমান থাকবে।