তীব্র গরমে ফতুল্লায় হিট স্ট্রোকে নারীর মৃত্যু
নারায়ণগঞ্জে হিট স্ট্রোকে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় ফতুল্লার আলিগঞ্জ এলাকার নিজ বাসায় মারা যান তিনি।
নিহত নারীর নাম মাহেনুর বেগম (৪২)। সে ফতুল্লার আলিগঞ্জ এলাকার বাসিন্দা।
নিহতের ছেলে মিশাল বলেন, সকালের দিকে আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে বমি করতে থাকেন। পরে বাসাতেই অচেতন হয়ে যান তিনি। দ্রুত তাকে একটি স্থানীয় ক্লিনিক নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. শফিউদ্দিন বলেন, অতিরিক্ত গরমের কারণে তিনি হিট স্ট্রোক করেছেন বলে আমাদের ধারণা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা জানতে পেরেছি অতিরিক্ত গরমের কারণে তিনি হিট স্ট্রোক করেন।