বিনোদন

প্রেম ও বিয়ের গুঞ্জন নিয়ে বিব্রত তাহসান-ফারিন

নাটকপাড়ায় অনেকদিন ধরেই ভেসে বেড়াচ্ছে তাহসান খান ও তাসনিয়া ফারিনের প্রেমের গুঞ্জন। এমনকি তারা নাকি চুপিসারে বিয়ে করে সংসারও করছেন-এমন কথা শোনা যাচ্ছে। তবে ভেসে বেড়ানো এ ধরনের খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন দুজনই। এটাকে উদ্দেশ্যপ্রণোদিত বলেছেন তারা।

এ প্রসঙ্গে অভিনেত্রী ফারিন সংবামাধ্যমকে বলেন, ‘এসব বিষয় নিয়ে কথা বলতে চাই না। কারণ, কথা বললে বিষয়টি অকারণেই সামনে আসবে।’

একই রকমভাবে তাহসানও জানান, ‘কয়েক দিন পরপরই শোনা যায়, আমি ও ফারিণ নাকি সংসার করছি! এটা নানাভাবে অনলাইন মাধ্যমে আসছে। বিশেষত অনলাইন মিডিয়াতে নাকি আসছে! বছর তিনেক আগে আমি ও ফারিণ একটি নাটকে অভিনয় করেছিলাম। যেটার সিক্যুয়েলও হয়। নাটকের গল্প সংসারজীবন নিয়ে। এরপর থেকে বেশ কয়েকটি ভুঁইফোঁড় অনলাইন মাধ্যম নাটকের গল্পটা বাস্তবের মতো করে শিরোনাম করতে থাকে। কখনও লেখা হয়, সংসারজীবনে তাহসান-ফারিণ, আবার কখনও সংসার জীবনের নতুন অধ্যায়। শুধু ক্লিকবিটের কারণেই বারবার আমাদের এভাবে সামনে আনা হয়। এটা খুবই বিব্রতকর।’

প্রসঙ্গত, ২০২১ সালের বিশ্ব ভালোবাসা দিবসে তাহসান-ফারিন অভিনয় করেন একটি নাটকে। শিহাব শাহীনের পরিচালনায় নাটকটির নাম ছিল ‘কমলা রঙের রোদ’। নাটকটি দারুণ সাড়া ফেলে দর্শক মহলে। এরপর নির্মিত হয় এর সিক্যুয়েল ‘কমলা রঙের রোদ-২’। আর সেখান থেকে ‘প্রেম-বিয়ে’র গুঞ্জন শুরু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button