কদমতলী নয়াপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা চেষ্টা, থানায় অভিযোগ

গত ২৪ শে মার্চ ২০২৩ সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী নয়াপাড়া এলাকায় নির্মানাধীন বিল্ডিং এর জায়গার সীমানা নিয়ে বিরোধের জেরে মাহাবুব(৩৫) ও হাসান (৩২) নামক ২ জনকে হত্যার উদ্দেশ্যে চাকু দিয়ে আঘাত করার ঘটনা ঘটেছে।

এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে, দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় বিচার করার জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।

এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরারবর অভিযোগ দায়ের করেছেন গুরুতর আহত মাহাবুব (৩৫) এর পিতা সিদ্দিকুর রহমান। অভিযোগের প্রেক্ষিততে ৩২৩,৩২৪,৩২৫,৩২৬, ৩০৭,৩৭৯,৫০৬ পেনাল কোডে মামলা রুজু করা হয়।

পুলিশের কাছে আবেদনের কপি নিচে হুবহু তুলে ধরা হলো:- সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি মোঃ সিদ্দিকুর রহমান (৬০), পিতাঃ তোতা মিয়া, সাং- কদমতলী নয়াপাড়া, পোঃ আদমজীনগর, থানাঃ সিদ্ধিরগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জ, থানায় হাজির হইয়া বিবাদী ১। মোঃ বিল্লাল
(২১), ২। মোঃ ইকবাল (২৪), ৩। নিপা (১৯), সর্ব পিতা- আঃ আজিজ, মাতা- মোসাঃ কহিনুর বেগম, ৪। মোসাঃ কহিনুর বেগম (৪০), স্বামী- আঃ আজিজ, ৫। আঃ আজিজ (৬০), পিতা- অজ্ঞাত, ৬। আবুল (২২), পিতা- ড্রাইভার শাহ আলম, ৭। হুমায়ুন (৪০), পিতা- অজ্ঞাত ৮। সিব্বির (২৭), পিতা- আফসার উদ্দিন, ৯।রাসেল (৩৪), পিতা- মোহাম্মদ আলী, ১০। মিন্টু (৩৮), পিতা- জহির উদ্দিন, সর্ব সাং- কদমতলী নয়াপাড়া, পো: আদমজীনগর, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জগন সহ অজ্ঞাতনামা ৫/৬জন বিবাদীদের বিরুদ্ধে এই
মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, আমার সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী নয়াপাড়া এলাকায় সাত শতাংশ জমি আছে। উক্ত জমিতে আমি ৬ তলা ফাউন্ডেশন দিয়া বাড়ী নির্মাণ কাজ আরম্ভ করিলে একতলার ছাদ পর্যন্ত কাজ
চলমান আছে। ১নং-৪নং বিবাদীদের সহিত আমার নির্মানাধীন বিল্ডিং এর জায়গার সীমানা নিয়া পূর্ব হইতে
বিরোধ চলিয়া আসিতেছে। আমার একমাত্র ছেলে মাহাবুব(৩৫), সেনবাগ সরকারী কলেজ, নোয়াখালীতে প্রভাষক
হিসাবে কর্মরত আছে। আমার ছেলে মাহাবুব সহ তাহার বন্ধু হাসান (৩২) ইং ২৪/০৩/২০২৩ তারিখ বিকাল
অনুমান ০৫.৩০ ঘটিকার সময় আমাদের নির্মানাধীন বাড়ীর কাজ দেখিতে আসিলে পূর্ব শত্রুতার জের ধরিয়া পূর্ব-
পরিকল্পিতভাবে বিবাদী ১। মোঃ বিল্লাল (২১), ২। মোঃ ইকবাল (২৪), ৩। নিপা(১৯), ৪। মোসাঃ কহিনুর বেগম
(৪০), ৫। আঃ আজিজ (৬০), ৬। আবুল (২২), ৭। হুমায়ুন (৪০), ৮। সিব্বির (২৭), ৯। রাসেল(৩৪), ১০।
মিন্টু (৩৮) গন সহ অজ্ঞাতনামা ৫/৬ জন বিবাদী বে-আইনি জনতাবদ্ধে দেশীয় অস্ত্র সন্ত্রে সজ্জিত হইয়া আমাদের
নির্মানাধীণ বিল্ডিং এর সামনে আসিয়া ৫নং বিবাদী আঃ আজিজ (৬০) এর হুকুমে হামলা করিয়া আমাকে সহ
আমার ছেলে মাহাবুব ও তাহার বন্ধু হাসানকে এলোপাথারী ভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা
জখম করে। ৩নং বিবাদী নিপা তাহার হাতে থাকা লোহার রড দিয়া আমার মাথায় সজোরে আঘাত করিয়া ফাটা
রক্তাক্ত জখম করে। ৪নং বিবাদী মোসাঃ কহিনুর বেগম তাহাদের হাতে থাকা কাঠের ডাসা দিয়া আমার মুখে ও
নাকে আঘাত করিয়া আমার নাকে ও মুখে ছিলা জখম করে। ১নং বিবাদী মোঃ বিল্লাল তাহার হাতে থাকা ধারালো
চাকু দিয়া হত্যার উদ্দেশ্যে আমার ছেলে মাহাবুব এর পেটে নাভির বামপাশে ঢুকাইয়া দিয়া পোঁচ মারিয়া গুরুত্বর
কাটা রক্তাক্ত জখম করে। ২নং বিবাদী তাহার হাতে থাকা ধারালো দাঁ দিয়া হত্যার উদ্দেশ্যে আমার ছেলের বন্ধু
হাসান এর পেটের ডান পাশে কোপ মারিয়া গুরুত্বর কাটা রক্তাক্ত জখম করে। ৬নং বিবাদী আবুল তাহার হাতে
চাপাতি দিয়া বিবাদী ইকবালের আঘাতের উপর পুনরায় খোঁচা মারিয়া জখম করে। বিবাদীদের আঘাতে আমার
ছেলে ও তাহার বন্ধু মাটিতে লুটাইয়া পড়িলে বিবাদী রাসেল আমার ছেলের পকেট হইতে নগদ ৬৫০০/- টাকা ও
বিবাদী সিব্বির আমার ছেলের বন্ধু হাসান এর পকেটে থাকা ৪০০০/- টাকা কৌশলে নিয়া যায়। আমাদের ডাক
চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে উল্লেখিত বিবাদীগন আমাকে সহ আমার ছেলেকে প্রাণে মারিয়া
লাশ গুম করিয়া ফেলিবে মর্মে হুমকি প্রদান করিয়া চলিয়া যায়। তাৎক্ষনিক স্থানীয় লোকজনদের সহায়তায় আমি
আমার ছেলে মাহাবুব ও তাহার বন্ধু হাসানদ্বয়কে দ্রুত খানপুর হাসপাতাল নারায়ণগঞ্জ নিয়া গেলে আমার ছেলে ও
তাহার বন্ধুর অবস্থা আশংকাজনক হওয়ায় খানপুর হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
নিয়া যাওয়ার পরামর্শ প্রদান করিলে আমরা দ্রুত আমার ছেলে মাহাবুব ও তাহার বন্ধু হাসানকে ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতাল নিয়া ভর্তি করি। আমার ছেলে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন
আছে। আমি নিজে কিছুটা সুস্থ হইয়া এবং জখমীদের সু-চিকিৎসার ব্যবস্থা করাইয়া আত্বীয় স্বজনদের সহিত
আলোচনা করিয়া থানায় আসিয়া অভিযোগ দাখিল করিতে বিলম্ব হইল।
অতএব, বিনীত প্রার্থনা উপরোক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে আপনার একান্ত মর্জি হয় ।
সংযুক্তঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এর বহির্বিভাগের টিকিটের কপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button