সোনারগাঁওয়ের পোল্ট্রি এসোসিয়েশন এর ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা
সোনারগাঁওয়ের পোল্ট্রি এসোসিয়েশন আয়োজনে উপজেলায় পোল্ট্রি ডিলার ও প্রন্তিক খামারীদের নিয়ে ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় মোগড়াপাড়া চৌরাস্তা আল মদিনা টাওয়ারের ৬ষ্ট তলায় সোনারগাঁ পোল্ট্রি এসোসিয়েশন সহসভাপতি মোহাম্মদ হোসাইন -এর সঞ্চালনায় সভাপতি জহিরুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন সভাপতি সুমন হাওলাদার, বাংলাদেশ পোল্ট্রি খামারী ফোরাম প্রধান সমন্বয়ক শরীফুল ইসলাম।
এইসময় উপস্থিত ছিলেন খামারী তাজুল ইসলাম কাজল,নবীর হোসেন, আনিসুর রহমান প্রমুখ।
মতবিনিময়ে সরকারের কাছে ৫ দফা দাবি জানান। দাবিসমুহ
১। পোল্ট্রি ফিডের যৌক্তিক মূল্য নির্ধারণ।
২। উউৎপাদিত ডিম ও মুরগীর মূল্য সংযোজন করে মূল্য নির্ধারণ।
৩। রেডি মুরগের চাহিদা অনুযায়ী উৎপাদন নিয়ন্ত্রন করা।
৪। হ্যাঁচারী মালিক পক্ষ,ফিড ইন্ডাস্ট্রিজ মালিকপক্ষ, প্রান্তিক খামারী মনোনিত প্রতিনিধি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে পোল্ট্রি বোর্ড গঠন।
৫। ডিজেল ও অকটেনের মূল্য বৃদ্ধির অজুহাতে খাদ্য উৎপাদনে বিভিন্ন পোল্ট্রি পণ্যেসমূহের দাম বৃদ্ধি করছে কিন্তু প্রতিটি পণ্যে মূল্য কেজি প্রতি ১৪/১৫ টাকা কমানোর পর ও ফিডের মূল্য কমানো হয় নাই। অতি সত্বর দাম কমানো দাবী জানান।
অনতিবিলম্বে এই উল্লেখিত যুক্তিসংগত দাবিগুলো মানা না হলে সারা বাংলাদেশের প্রান্তিক খামারীদের নিয়ে বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হব।