বাংলাদেশ

শিক্ষার্থীদের নতুন স্কুল ব্যাগ বিতরণ করলেন চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্

মীমরাজ হোসেন,সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃনতুন স্কুল ব্যাগ পেয়ে আনন্দে ভাসল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ৪২নং কুমারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ জন ক্ষুদে শিক্ষার্থী। আজ বুধবার(০৩ই মে) উপজেলার সনমান্দী ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নার উদ্যোগে এলজিএসপি-৩ এর আওতায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।তাছাড়া শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করা হয়ছে।

ব্যাগ বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইসরাফিল মিয়ার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আব্দুল হাই শিকদারের সসঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি জাহিদ হাসান জিন্নাহ্ । অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন বিশিষ্ট সমাজ সেবক আঃগাফফার ভূঁইয়া,জালাল উদ্দীন বেপারী,সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রহুল আমিন সরকার,বিশিষ্ট সমাজসেবক তাওলাত হোসেন,সমাজ সেবক এবাদুল হক (হক সাহেব),রিপন ভূঁইয়া সহ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্য সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশুনার মান বৃদ্ধির লক্ষ্যে ও পড়াশুনার প্রতি আগ্রহ বাড়াতেই ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরন করা হয়েছে। আশা করি অভিভাবকরাও শিক্ষার মান বাড়াতে তাদের সন্তানদের উৎসাহ প্রদান করবেন।

বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের শিক্ষা নিশ্চিত করতে চান। এজন্য শিক্ষার মান বাড়াতে ঝরেপড়া শিশুদের স্কুল ব্যাগ দিয়ে উৎসাহ প্রদানের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা করা হচ্ছে। এ সময় তিনি শিক্ষার গুনগত মান বাড়াতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান। পর্যায়ক্রমে প্রতিটি স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button