ক্ষেত থেকে লাশ উদ্ধার, মামলার ২ আসামী গ্রেফতার
সোনারগাঁয়ের চাঞ্চল্যকর ‘আমির হোসেন’ হত্যা মামলার এজাহারনামীয় ২ জন আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার (৮ মে) রাতে আড়াইহাজারের শান্তির বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ জহিরুল জহির(৩৪) ও ইউনুস(৩০)।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, নিহত আমির হোসেন একজন মুদি দোকানের ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীর সাথে ভিকটিমের টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ছিল। উক্ত বিরোধের জেরে গ্রেফতারকৃত আসামী তার অন্যান্য সহযোগীসহ গত ৫ মে রাত সারে ১০টার দিকে ভিকটিমের নিজ বাড়ি হতে ডেকে নিয়ে যায়। পরে গ্রেফতারকৃত আসামীরা পলাতক অন্যান্য আসামীদের সহায়তায় ভিকটিমকে নৃশংসভাবে হত্যা করে। ৬ মে আড়াইহাজার উপজেরার এক ক্ষেত থেকে তার নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা বর্ণিত হত্যাকান্ডের সাথে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব। পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য আড়াইহাজার থানায় অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।