আজাদসহ ১০ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করায় অধ্যাপক মামুন মাহমুদের তীব্র নিন্দা
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ১০জন নেতাকর্মীকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করার তীব্র নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১ম যুগ্ন-আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, পাশাপাশি তিনি সকল নেতা-কর্মীর মুক্তির দাবী জানান।
সোমবার (৮ মে) গণমাধ্যমের কাছে প্রেরিত এক বিবৃতিতে অধ্যাপক মামুন মাহমুদ এ নিন্দা ও দাবী জানান।
বিবৃতিতে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, পুলিশের মিথ্যা রাজনৈতিক মামলায় নজরুল ইসলাম আজাদ এবং আমাদের অন্যান্য নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিনপ্রাপ্ত ছিলেন। এবং আজকে নিয়মতান্ত্রিক ভাবে স্থায়ী জামিনের জন্য নিম্ন আদালতে হাজির হয়ে জামিন প্রাথনা করলে, আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন। আমি অবিলম্বে নজরুল ইসলাম আজাদ সহ অন্যান্য নেতাকর্মীদের নিশর্ত মুক্তি দাবী করছি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং আরো ১০ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। গত ১১ই ফেব্রুয়ারী তারিখে পুলিশের দায়ের করা একটি মিথ্যা ও বানোয়াট নাশকতা মামলায় উচ্চ আদালতের আগাম জামিনের নির্দেশনা অনুযায়ী দায়রা জজ আদালতে স্থায়ী জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করে। আদালতের এহেন একদলীয় আচরনে তীব্র নিন্দা জানাচ্ছি।